সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতের সম্প্রীতি সমাবেশ দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০ আতঙ্কের আরেক নাম ‘ড্রাইভিং প্রশিক্ষণ কার’ বিশ্বম্ভরপুরে মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক তাহিরপুরে জব্দকৃত বালু পাচারের দায়ে ৪ জনকে ২ মাসের কারাদণ্ড প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দুবাইয়ে নিজ রুম থেকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাদে ফাটল : দুর্ঘটনার আশঙ্কা শিক্ষক ও শিক্ষার্থীদের এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছাতক জনমনে বাড়ছে উদ্বেগ দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করা যাবে না : তারেক রহমান সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে সুনামগঞ্জসহ ২৯ জেলা পূজামন্ডপে বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন ছাতকে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০ দুর্গোৎসবে থাকবে তিন স্তরের নিরাপত্তা বলয় রঙ্গারচর-লক্ষ্মীপুর সংযোগ সড়কের বেহাল অবস্থা : ভোগান্তিতে চার লাখ মানুষ সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের জেল ও কোটি টাকা জরিমানা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নির্বাচনের বিরোধিতা করছে : সিপিবি সভাপতি উচ্চকক্ষে পিআরের পক্ষে এনসিপি : নাহিদ ইসলাম সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন সম্ভব?
সম্প্রীতি যাত্রার পর্যবেক্ষণ

সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে সুনামগঞ্জসহ ২৯ জেলা

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:৫০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:৫১:৫০ পূর্বাহ্ন
সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে সুনামগঞ্জসহ ২৯ জেলা
সুনামকণ্ঠ ডেস্ক ::
বাংলাদেশে সাম্প্রদায়িক সংহিসতার ঝুঁকিতে রয়েছে সুনামগঞ্জসহ ২৯টি জেলা। এরমধ্যে উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকাসহ ৫টি জেলা এবং মাঝারি ঝুঁকিতে রয়েছে ২৪টি জেলা। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘সম্প্রীতি যাত্রা’ আয়োজিত ‘মসজিদ, মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সম্প্রীতি যাত্রার ডাক এবং আসন্ন দুর্গাপূজায় ঝুঁকি পর্যালোচনা ও করণীয়’ বিষয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এই পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত দশ বছরের (২০১৪ থেকে ২০২৫) বিভিন্ন সংবাদমাধ্যম ও মানবাধিকার প্রতিবেদন, পূজা ও অন্যান্য সময়ে পূজাম-প, শোভাযাত্রার রুট বা সংখ্যালঘু বাড়ি-ঘরে হামলার ঘটনাগুলো বিশ্লেষণ করে আমরা একটা ঝুঁকি মানচিত্র তৈরি করেছি। এতে দেখা গেছে, মোট ২৯টি জেলা ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে, যার মধ্যে উচ্চ ঝুঁকিতে ৫টি এবং মাঝারি ২৪টি জেলা। উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো- ঢাকা, চাঁদপুর, নোয়াখালী, রংপুর এবং যশোর। মাঝারি ঝুঁকিতে থাকা ২৪ জেলা হলো- গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, সুনামগঞ্জ, বরিশাল, পটুয়াখালী ও নেত্রকোণা। সম্প্রীতি যাত্রার মতে, এসব হামলা কোনও একক সম্প্রদায়ের বিরুদ্ধে নয় বরং বাংলাদেশের সামাজিক সংহতি ও সাংবিধানিক শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। সাম্প্রতিক হামলার পর্যালোচনা করে বলা হয়, পূজার প্রস্তুতির মধ্যেই মণিপুরে প্রতিমা ভাঙচুর এবং কুমিল্লায় চারটি মাজারে হামলার ঘটনা ঘটেছে। রাজবাড়ীতে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার মতো পৈশাচিক ঘটনা ঘটেছে। একটি পত্রিকার বরাত দিয়ে জানানো হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মাত্র ছয় মাসেই ৮০টি মাজার ও দরগাহে হামলা হয়েছে। সংখ্যালঘু, সুফি, বাউল এবং আদিবাসী - সব ধরনের প্রান্তিক গোষ্ঠী আজ একযোগে ঝুঁকির মুখে। নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি শঙ্কার কথা তুলে ধরে বলা হয়, সংগঠনটি সতর্ক করে জানায়, নির্বাচনের আগমুহূর্তে সহিংসতার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ভোটের আগে-পরে সংখ্যালঘুদের আবাসিক এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ও দরবারগুলো সহজে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০