নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ বিষয়ে সভা
- আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৮:০৯:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৮:০৯:৩৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
আস্থা প্রকল্পের উদ্যোগে নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক সঞ্চিতা চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। সভায় বিগত সাংগঠনিক কাজের রিপোর্টের উপর বক্তব্য রাখেন রূপান্তর আস্থা প্রকল্পের সুনামগঞ্জ কো-অর্ডিনেটর লাভলী সরকার লাবণ্য।
বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আস্থা প্রকল্পের ভাবনা নিয়ে বক্তব্য রাখেন মনিটরিং ও রিপোর্টিং অফিসার আয়েশা আক্তার রোমেনা।
সভায় আরো বক্তব্য রাখেন সমাজসেবক রমেন্দ্র কুমার দে মিন্টু, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক গৌরী ভট্টাচার্য্য, অ্যাড. মতিয়া বেগম, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক স¤পাদক পাঞ্চালী চৌধুরী, সুবিমল চক্রবর্তী চন্দন, রাধানগর মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আব্দুল করিম, নারীনেত্রী জাহানারা বেগম।
সভায় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার আল ইমরান মুন্না, শামীম মিয়া প্রমুখ।
সভায় মুক্ত আলোচনায় বিভিন্ন নৃ-তাত্ত্বিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের যুব, নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং নতুন ভোটারদের সহায়তা প্রদান, আসন্ন শারদীয় দুর্গোৎসবে এলাকার পরিস্থিতি বর্ণনা, সম্প্রীতির শারদীয় দূর্গা উৎসবে করণীয়, স্থানীয় নাগরিক সমাজকে নির্বাচন প্রক্রিয়াকালে রাজনৈতিক-সাম্প্রদায়িক সংঘাত পরিহার ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। সভা শেষে সাংগঠনিক কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ