১৩ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
- আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:০২:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:০২:০৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র পৃথক দুটি অভিযানে ১৯টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ১৩ লাখ ১০ হাজার টাকা।
রবিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা ৩০ মিনিটে মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে সীমান্ত পিলার ১১৮৯/১৬-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে গিলাগড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় গরু আটক করে। এই গরুগুলোর সিজার মূল্য ৬ লাখ ১০ হাজার টাকা। এদিকে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা ১০ মিনিটে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা বিওপির টহল দল কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু আটক করে। বাংগালভিটা বিওপির সীমান্ত পিলার ১১৯০/৫-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব গরু মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। যার সিজার মূল্য হয়েছে ৭ লাখ টাকা। সব মিলিয়ে, গত দুই দিনে মোট ১৯টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে, যার সিজার মূল্য ১৩ লাখ ১০ হাজার টাকা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ