সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক

সপ্তাহে অন্তত একদিন ছুটি চান দোকান কর্মচারীরা

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন
সপ্তাহে অন্তত একদিন ছুটি চান দোকান কর্মচারীরা
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে সাপ্তাহিক ছুটির দাবিতে দোকান কর্মচারী ও শ্রমিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সাচনাবাজারে এই পথসভার আয়োজন করেন সাচনা বাজার কর্মচারী ও শ্রমিক কল্যাণ সংসদ। সভায় বণিক সমিতির সহসভাপতি ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রজব আলীর সভাপতিত্বে ও মাওলানা আলী আকবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাচনা বাজার কর্মচারী ও শ্রমিক কল্যাণ সংসদের সভাপতি পরিমল কর, সহসভাপতি বাবলু দাস, সাধারণ স¤পাদক হানিফা মিয়া, যুগ্ম সাধারণ স¤পাদক মিলন মিয়া। এদিকে বণিক সমিতির পক্ষে বক্তব্য রাখেন সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ স¤পাদক আসাদ আল আজাদ, ব্যবসায়ী আলাউদ্দিন (আলাই মিয়া), নূরু মিয়া, আঃ রহিম তাং, জামালগঞ্জ ডিলার মালিক এসোসিয়েশনের সভাপতি মো. রিয়াজ উদ্দিন, অজিত পাল। এসময় আরো বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, গণমাধ্যমকর্মী মো. বায়েজীদ বিন ওয়াহিদ, সামাজিক সংগঠন দেশ প্রবাসের সভাপতি নূরুল হক প্রমুখ। সভায় সাচনা বাজার কর্মচারি ও শ্রমিক কল্যাণ সংসদের বক্তারা বলেন, সাচনা বাজার একটি ঐতিহ্যবাহী পুরাতন বাজার। ভাটি অঞ্চলের বৃহৎ একটি ব্যবসা কেন্দ্র। সারা পৃথিবীতে কর্মচারী ও শ্রমিকদের ন্যায্য মজুরিসহ ৮ ঘণ্টা কর্ম সময়। কিন্তু আমরা এই সাচনা বাজারে দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই। ৭ দিনই ডিউটি করতে হয়। সকাল ৯টা থেকে রাত ৯টা-১০টা পর্যন্ত ডিউটি করে আবার পরেরদিন সকালে ঘুম থেকে উঠে চলে আসতে হয়। আমরা নিজেদের পরিবার পরিজনসহ কোনো অনুষ্ঠান কিংবা একটু আরাম-আয়েশের সুযোগ পাইনা। এই বাজারে প্রতি বৃহ¯পতিবার জুয়েলার্স ও প্রতি শনিবার সেলুন ব্যবসায়ীদের সাপ্তাহিক ছুটি আছে কিন্তু আমাদের নেই। এটা অত্যন্ত অমানবিক। তাই আমরা সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির কাছে দাবি জানাই সব ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে সপ্তাহে অন্তত যেন একদিন আমাদেরকে ছুটির ব্যবস্থা করা হয়। পরে বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ১৫ দিনের মধ্যে আলোচনা করে তাদের দাবির পক্ষে সিদ্ধান্ত নিবেন বলে আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স