সুনামগঞ্জ , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন আইসিইউ চালু হবে কবে? জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ : প্রেস সচিব শস্যবীমা : কৃষক ও অর্থনীতির নিরাপত্তা কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা
সাবেক মুহতামিমের বিরুদ্ধে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আমবাড়ি গোপালপুর মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন
আমবাড়ি গোপালপুর মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে আমবাড়ি গোপালপুর মাদ্রাসার সাবেক মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা আব্দুল মুছব্বিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি এবং ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাবেক মুহতামিম মাওলানা আব্দুল মুছব্বির বিগত চার বছরে মাদ্রাসার নাম ভাঙিয়ে যুক্তরাজ্য থেকে লাখ লাখ টাকা চাঁদা তুলে তা গায়েব করেছেন। ইংল্যান্ডে তিনি অবস্থান করে একাধিক মাদ্রাসার মুহতামিম পরিচয়ে প্রবাসীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা তুলে নিজে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি দেশে ফেরার পর এলাকাবাসী হিসাব চাইলে তিনি কৌশলে আবার লন্ডনে পাড়ি জমিয়েছেন। প্রায় চার বছর আমবাড়ি গোপালপুর মাদ্রাসার মুহতামিম পরিচয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে লাখ লাখ টাকার চাঁদা তুলেছেন। সংবাদ সম্মেলনে বর্তমান প্রতিষ্ঠান প্রধান মাওলানা সাজিদুর রহমান বলছেন, সাবেক মুহতামিম আব্দুল মুছব্বির প্রতিষ্ঠানের প্রায় ২৫ লাখ টাকা আত্মসাত করেছেন। আমরা ওই টাকাগুলো প্রতিষ্ঠানে ফেরত চাই। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম আলী বলেন, সাবেক মুহতামিম আব্দুল মুছব্বির বিগত দিনে পকেট কমিটির মাধ্যমে মাদ্রাসা পরিচালনা করে লাখ লাখ টাকা চাঁদা তুলে নিজের পকেট ভারী করেছেন। আমরা এর বিচার ও টাকা ফেরত চাই। মোহাম্মদ আলী তালুকদার ও তাহের উদ্দিন বলেছেন, সাবেক মুহতামিম আব্দুল মুছব্বির সংসদ সদস্যের নামেও বিল ভাউচার করে গায়েবি খরচ দেখিয়ে প্রতিষ্ঠানের টাকা আত্মসাত করেছেন। মাদ্রাসা ভবনে ১৬ লাখ টাকা খরচের মধ্যে ৩২ লাখ টাকা ব্যয় হয়েছে বলে অডিট কমিটির কাছে হিসাব দিয়েছেন। ভুঁইফোড় বিল-ভাউচার করে এভাবেই প্রতারণা ও জালজালিয়াতি করেছেন। আমরা তার দুর্নীতি ও অনিয়মের বিচারসহ প্রতিষ্ঠানের টাকা ফেরত চাই। এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য