সুনামগঞ্জ , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১ আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারকে যেকোনও সহযোগিতা করতে প্রস্তুত ইউনেস্কো

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০৯:১৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০৯:১৯:৪১ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারকে যেকোনও সহযোগিতা করতে প্রস্তুত ইউনেস্কো
সুনামকণ্ঠ ডেস্ক :: যুব সমাজের উন্নয়নে তৃণমূল পর্যায়ে কার্যক্রমকে ত্বরান্বিত করতে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে। অপরদিকে যুব সমাজের উন্নয়নে যেকোনও ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইউনেস্কো। বুধবার (১৮ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউএন এইডস (ইউএনএইডস) এবং ইউএন ভলানটিয়ার-এর প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাতের সময় এসব আশ্বাস দেওয়া হয়। মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সাক্ষাৎকারে যুব সমাজের উন্নয়নে তৃণমূল পর্যায়ের কার্যক্রমকে ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘ কর্তৃক অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ইউনেস্কোর বাংলাদেশের প্রতিনিধি ড. শুসান ভেইজ বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনও ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। যুব সমাজের জীবনমান উন্নয়নে আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধারে কাজ করে যাচ্ছি এবং আগামীতে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি। আমাদেরকে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে- যেখানে যুবকরা তাদের কথা নির্ভয়ে বলতে পারবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে সমন্বয় করে এই কমন প্ল্যাটফর্মের ডিজাইন শুরু করা যেতে পারে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র-জনতা স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সব দাবি আদায় নিয়ে সচেষ্ট রয়েছে। দেশের যুব সংগঠনগুলো সম্প্রতি বন্যা পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি বলেন, যুব অধিদফতরের মাধ্যমে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা এই প্রশিক্ষণগুলো আরও উন্নত করার বিষয়ে চিন্তা করছি। এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. শুসান ভেইজ, ইউএন এইডস এর কান্ট্রি ডিরেক্টর ড. সাইমা খান, ইউএনডিপি’র উপ আবাসিক প্রতিনিধি মিজ সোনালী, ইউএনএফপিএ-এর কিশোর-কিশোরী ইউনিটের প্রধান ড. এলিজা ও ইউএন ভলেন্টিয়ারের কান্ট্রি কো-অর্ডিনেটর সোনিয়া মেহজাবিন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স