সুনামগঞ্জ , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরে যাচ্ছে কানাইখালী নদী জেলায় উৎপাদন হবে ৩২০ কোটি টাকার বাদাম ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম করল বখাটেরা ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউইয়র্কের গোলামি করার জন্য নয় : মামুনুল হক আন্তর্জাতিক সংস্থা আইএসএইচআর-এ নিয়োগ পেলেন হাসান হামিদ সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে সমন্বিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার! সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র ১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার সুবিপ্রবি’র স্থান পরিবর্তনের সুযোগ নেই : সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহান মে দিবস উদযাপিত তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া জামালগঞ্জে ধান কাটতে গিয়ে হাওরে বজ্রপাতে নিহত ১

বীরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ০১:২৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৬:৪০ অপরাহ্ন
বীরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: ফুটবল খেলাকে কেন্দ্র করে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নূর কালামের লোকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। এদিকে, সংঘর্ষ থামাতে গিয়ে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ আহত হয়েছেন। চিকিৎসা নিতে তিনিও সিলেটে গিয়েছেন। সোমবার সকালে উপজেলার বীরগাঁও বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাইজুল ও নূরকালামের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপ বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা হলেও এই ঘটনার জের থেকে যায়। এনিয়ে সোমবার সকাল ৭টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। যদিও পুলিশ বলছে আহতের সংখ্যা ৮-১০ জন। এদিকে, সংঘর্ষ থামাতে গিয়ে ছুড়ে আসা ঢিলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় আট থেকে দশজন আহত হওয়ার খবর পেয়েছি। আরো কিছু আছেন যারা ঢিল খেয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স