
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম প্রাঙ্গণে গতকাল বুধবার দুপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মধ্যনগর উপজেলা শাখার ব্যানারে এই সভার আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক সুরঞ্জন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বরুণ কান্তি সরকারের সঞ্চালনে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ, মধ্যনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার প্রমুখ।