চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

আপলোড সময় : ০৪-১০-২০২৪ ০৯:২৮:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৪ ০৯:২৮:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ সময় চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার পথে বালুবোঝাই দুটি নৌকা জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com