
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ সময় চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার পথে বালুবোঝাই দুটি নৌকা জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।