
স্টাফ রিপোর্টার ::
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিজিবিএম বলেছেন, বিজিবি’র পক্ষ থেকে পূজাম-পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়াও যে কোন পরিস্থিতিতে ১৫ মিনিটের মধ্যে আমাদের লোকজন চলে আসবে। এছাড়া মন্ডপে ব্যাজক্যাম্প স্থাপন করা হয়েছে।
তিনি শনিবার (৫ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার রাজারগাও শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণাতীর্থ সর্বজনীন পূজামন্ডপে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে জনসচেতনতামূলক সভায় তিনি আরও বলেন, যারা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ছাড় দেয়া হবে না।
কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মাদক নির্মূলে আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে সীমান্ত এলাকায়। মাদকের বিষয় কোনো ছাড় দেয়া হবে না। কঠোর পদক্ষেপ নেয়া হবে। মাদক ব্যবসায়ী ও মদদদাতারা যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া, শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম কমিটির সভাপতি মধুসূদন রায়, মাওলানা মাইনুদ্দিন, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গণেশ তালুকদার প্রমুখ।