মনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

যুবককে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৯:৩৮:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৯:৩৮:১৮ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের রামদিঘা গ্রামের সামনে থাকা মনাই নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার দায়ে সাইজ উদ্দিন (২৪) নামের এক যুবককে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ- পাওয়া ওই ব্যক্তির বাড়ি সিলেট সদর উপজেলার জৈন্তারকান্দি গ্রামে। গতকাল রোববার বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই আদালত পরিচালনা করেন। সহকারী কমিশনার বলেন, অবৈধভাবে মনাই নদী থেকে বালু উত্তোলন করায় এই দ- দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com