
সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেট নগরীর সাগরদিঘীর পাড় এলাকায় বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শাওন আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৭টার দিকে শাওনের ওপর হামলা চালায় ও ছুরিকাঘাত করে দুষ্কৃতকারীরা। নিহত শাওন নগরীর সুবিদবাজার বনকলা পাড়ার সেলিম মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের দুটি পক্ষের বিরোধের জেরে হামলা চালানো হয় শাওনের ওপর। এক পর্যায়ে শাওনকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, কিছুদিন ধরে নগরীর বাগবাড়ি ও সাগরদিঘী পাড়ের কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে কিশোরদের সিনিয়ররা বিষয়টি সমাধান করে দেয়। তবুও ভেতরে ভেতরে ক্ষোভ চলছিল। শুক্রবার রাত সাড়ে ৭টায় বাগবাড়ির কয়েকজন সাগরদীঘির পাড়ে এসে শাওনকে ছুরিকাঘাত করে ফেলে যায়।