
আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের যোগদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গার্ড অব অনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্দেশ দেন তিনি।
পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা বৃহস্পতিবারের মধ্যে যোগদান করবেন না, আমরা বুঝব তাঁরা চাকরিতে যোগদানে আর ইচ্ছুক নন। এ বিষয় র্যাবের মহাপরিচালক, আইজিপি, ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি জনগণের উদ্দেশে বলেন, পুলিশের গায়ে কেউ হাত দেবেন না। সব দোষীদের শাস্তির আওতায় আনা হবে।
এ উপদেষ্টা বলেন, অনেকেই ফোনে ডাকাতের কথা বলেন। তখন বলি আল্লাহকে ডাকেন। এ সময় সড়কে আন্দোলনরত আনসার সদস্যদেরও সরে গিয়ে কাজে যোগদানের নির্দেশ দেন।
চাঁদাবাজদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ চাঁদাবাজি করবেন না। জনগণকে কষ্ট দেবেন না। যারা চাঁদাবাজি করবেন, তাদের ওখানেই ধরে ফেলা হবে।
রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, আপনার লোকজনকে সামলান। মানুষের ওপর থেকে নিচে পড়তে সময় লাগে না। ইতিমধ্যে এক হাজার লোক রক্ত দিয়েছে।