
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি গ্রামের মাঝপাড়া মহল্লায় বিশুদ্ধ পানি পানের একটি ডিপ টিউবওয়েল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জের ব্যবস্থাপনায় এ ডিপটিউবওয়েল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই উপস্থিত থেকে টিউবওয়েল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় ইসলামিক রিলিফ সুনামগঞ্জ অঞ্চলের প্রকল্প কর্মকর্তা (টেকনিকেল) সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মো. জিকরুল হক ও ফয়ছল আহমদসহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. শরকত আলী ও গ্রামের গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।