
সুনামগঞ্জে এনডিএফ-এর ৩৭তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্কুনর দাস জহরের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শাহজাহান কবির। সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, কবি ও লেখক সৌরভ ভূষণ দেব, আমির উদ্দিন, স’মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক মনির মিয়া, ক্ষৌরকার সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য অবনী চন্দ, হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক স¤পাদক বিনন্দ কর, সুনামগঞ্জ রিকসা ভ্যান শ্রমিক সংঘ সদর উপজেলা কমিটির সাধারণ স¤পাদক আব্দুল করিম, দপ্তর স¤পাদক আশিক মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সা¤্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের লক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জন্ম হয়েছিল। এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের দুঃখ দুর্দশার জন্য দায়ী হচ্ছে সা¤্রাজ্যবাদ ওতা এদেশীয় সামন্তবাদ আমলা দালাল পুঁজির নির্মম শাসন শোষণ। বক্তারা আরও বলেন, এক দালালের পরিবর্তে আরেক দালাল নয়। শ্রমিক কৃষকের মৈত্রীর ভিত্তিতে জনগণের রাষ্ট্র সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে হবে। - সংবাদ বিজ্ঞপ্তি