
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উত্তর পাশের সড়কে শনিবার রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় গরু ও চারটি পিকআপ গাড়ি জব্দ এবং পাঁচজন চোরাই কারবারিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। চোরাইকারবারিরা হলেন মধ্যনগর উপজেলার আলীয়ারপুর গ্রামের মো. রাকিব (২৪), বলরামপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৪৫), মো. ফাহিম (২৮) এবং নেত্রকোণার বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের রাতুল মিয়া (৩২) ও ছয়হাল গ্রামের মো. মাসুদ খান (৩৫)।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে ১৯টি ভারতীয় গরু আনা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। রবিবার বিকালে এই পাঁচজন চোরাই কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়োছে।