
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে অটোরিকশার ধাক্কায় নূর হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর ইউনিয়নের শাহপুর গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নূর হোসেন উপজেলার শাহপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত নূর হোসেন বৃহস্পতিবার বিকালে বোনের বাড়ি থেকে নিজ বাড়ি শাহপুর যাচ্ছিল। হঠাৎ পিছন দিক থেকে অটোবাইক সজোরে তাকে ধাক্কা দিলে নূর হোসেন মাটিতে লুটিয়ে পড়ে যায়। সাথে সাথে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।