
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার হিসাবে পদায়ন করা হয়েছে তোফায়েল আহমদকে। তোফায়েল আহমদ এর পূর্বে পুলিশ সুপার হিসেবে খুলনায় (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দায়িত্বরত ছিলেন। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জসহ কক্সবাজার, নীলফামারী, যশোর জেলায় নতুন পুলিশ সুপার ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপারদের (পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত) ওএসডি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সুনামগঞ্জের পুলিশ সুপার পদে ব্যাচ (বিসিএস ২৪) তোফায়েল আহমদকে পদায়ন করা হয়। অন্যদিকে একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জের সদ্য প্রত্যাহারকৃত পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খানকে (বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত) ওএসডি করা হয়েছে।