
স্টাফ রিপোর্টার ::
বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে তাহিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের জলাভূমি সংরক্ষণে জাতিসংঘের আয়োজনে ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে এক বিশেষ সম্মেলন হয়। সেখানে গৃহীত হয় রামসার কনভেনশন, পরবর্তীতে এতে বাংলাদেশও স্বাক্ষর করে। দিনটি স্মরণে রাখতে জাতিসংঘের আয়োজনে ১৯৯৭ সাল থেকে প্রতিবছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে জলাভূমি নিয়ে কর্মরত উন্নয়ন সংস্থাসমূহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। গতকাল তাহিরপুর উপজেলার সিএনআরএস হলরুমে হাউস, এএলআরডি ও সিএনআরএসের আয়োজনে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদ সদস্য নূরুল হক আফিন্দী।
এতে বক্তব্য রাখেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, সিএনআরএসের কো-অর্ডিনেটর সাইফুল চৌধুরী, ফারুক আহমদ, বাবলুর হাসান বাবলু, জাহাঙ্গীর আলম, তোজাম্মিল হক নাসরুম প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করতে জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম।