
স্টাফ রিপোর্টার ::
মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার বেলা ৩ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নারীরা আজ পিছিয়ে নেই। নারীদের প্রতি বৈষম্য করা যাবে না।
অধিকার-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আল-হেলাল, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, মানবাধিকার কর্মী নূরুল হাসান আতাহার, কৃষকনেতা সিরাজুল ইসলাম, অনির্বাণ মহিলা সংঘের সভানেত্রী শিল্পী বেগম, স্বপ্ননীল মহিলা সংঘের সভাপতি মাহিন চৌধুরী, রুশনা প্রমুখ।