
স্টাফ রিপোর্টার ::
দেশব্যাপী নারী, কন্যাশিশু নিপীড়ন ও ধর্ষণ প্রতিরোধে তরুণ-তরুণীদের সচেতনতা বৃদ্ধি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সচেতন নাগরিকদের সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য মানব চৌধুরী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারীনেত্রী শীলা রায়, উন্নয়নকর্মী নির্মল ভট্টাচার্য্য, আরতি পাল, সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা বলেন, সারাদেশে একেরপর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারী থেকে শুরু করে শিশু, কেউ বাদ যাচ্ছে না। তাই এবিষয়ে নিজেরা সচেতন থাকতে হবে এবং ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।