
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জালালাবাদ বেকারি এন্ড কনফেকশনারির স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হাশিম গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত সিলেটের আল রাইয়ান হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মো. আব্দুল হাশিমের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তাঁর একমাত্র ছেলে জি.এম ওমর ওয়ালিদ সোহান। উল্লেখ্য, সুনামগঞ্জ শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা মো. আব্দুল হাশিমের গ্রামের বাড়ি সিলেটে।