
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ছনোগাঁও গ্রামের রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জনবহুল এই রাস্তা দিয়ে যাতায়াত করেন অন্তত দশ গ্রামের মানুষ। ২০২২ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত এবং পাকাকরণ করা না হলে বর্ষা শুরু হলেই চরম ভোগান্তি পোহাতে হবে গোটা এলাকাবাসীর।
সরেজমিন গেলে ছনোগাঁও গ্রামের বাসিন্দারা বলেছেন, ব্রিটিশ পয়েন্ট থেকে হাজী বাড়ি পর্যন্ত আমাদের গ্রামের একমাত্র রাস্তাটি এখন চলাচল অযোগ্য। বৃষ্টি শুরু হলেই চরম ভোগান্তি পোহাতে হয় আমাদের। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরেও কোন কাজ হয়নি।
ছনোগাঁও গ্রামের মানিক মিয়া, আনোয়ার হোসেন, আমীর হোসেন, ফরিদ মিয়া বলেছেন, দীর্ঘ পঞ্চাশ বছর ধরে রাস্তাটি এরকমই আছে। বৃষ্টি শুরু হলে এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। চেয়ারম্যান মেম্বাররাও আমাদের দাবির প্রতি কোন গুরুত্ব নেই।
ইউপি সদস্য মোশাররফ হোসেন বলেছেন, এলাকাবাসীর রাস্তা নির্মাণের দাবিটি দীর্ঘদিনের। ইউপি চেয়ারম্যান মহোদয় ইচ্ছে করলে তা পরিষদের বরাদ্দ দিয়ে পাকাকরণ কাজ করা সম্ভব।