
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ এবং আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে এর সাথে জড়িতদের আটক করা যায়নি। বৃহস্পতিবার রাতে হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষক হাসিবুল তারেক ও গোলাবাড়ি আনসার ক্যা¤েপর সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে ২ হাজার মিটার রিং চাই ও ২ হাজার মিটার কোণা জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা। পরবর্তীতে জব্দ করা জালগুলো রৌয়ার বিলের উপরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।