
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের কাহালা গ্রাম থেকে রবিবার সকালে ভূষণ সরকার (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মধ্যনগর থানার ওসি মো.সজীব রহমান বলেন, উপজেলার চামরদানী ইউনিয়নের কাহালা গ্রামের বাসিন্দা ভূষণ সরকার দীর্ঘদিন ধরে পায়ের জটিল রোগে ভুগছিলেন। শনিবার রাত নয়টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি রাতের খাবার খান। রবিবার সকাল ছয়টার দিকে নিজ বসতঘরের সামনে থাকা গামাই গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে সকাল ১১টার দিকে এই লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এই মৃত্যু নিয়ে কারও অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।