
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলা সদরের মধ্যবাজার থেকে রবিবার রাত ১০টার দিকে মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক স¤পাদক অমল চন্দ্র তালুকদার (৪৪) -কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার মধ্যনগর বাজারের বাসিন্দা।
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে এ উপজেলায় ১৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে গত বছরের ২৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এউ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমল চন্দ্র তালুকদারকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।