
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত মিছকন্দর আলীর ছেলে ও সাংবাদিক মো. শাহজাহান মিয়ার বড় ভাই সহজ সরল সাদামনের মানুষ মো. চন্দন মিয়া (৫৮) আর নেই। ২৭ এপ্রিল রোববার রাত ১টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২৮ এপ্রিল সোমবার বাদ জোহর আছাবুন্নেছা জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের শোকার্ত জনতা অংশগ্রহণ করেন। এদিকে, সবার পরিচিত ও প্রিয়জন মো. চন্দন মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।