
মধ্যনগরে প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার রূপনগর গ্রামের একটি বসতঘরের ভেতর থেকে শনিবার রাতে ইয়াবা, গাঁজা ও ভারতীয় মদসহ শফিকুল ইসলাম (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের মাদকব্যবসায়ী শফিকুল ইসলাম (৩৫) ও কাজল মিয়া (৩০) পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদকব্যবসা চালিয়ে আসছিলেন। শনিবার রাতে মাদক ব্যবসায়ী কাজল মিয়ার বসতঘরের ভেতরে তিনি ও শফিকুল ইসলাম, ইয়াবা, গাঁজা ও ভারতীয়মদ বিক্রি করছিলেন। ওইদিন রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই বসতঘরের ভেতর থেকে ২০০গ্রাম গাঁজা,২০টি ইয়াবা বড়ি ও দুই বোতল ভারতীয়মদসহ শফিকুলকে গ্রেপ্তার করা হয়। অভিযান টের পেয়ে কাজল সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার হওয়া ওই মাদকব্যবসায়ীকে রবিবার সকালে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।