
স্টাফ রিপোর্টার ::
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় জেলা প্রশাসন সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইকবালনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বুধবার ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। অভিযানকালে উপস্থিত ছিলেন বিআরটিএ, সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের কর্মচারীরা।
অভিযানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) লঙ্ঘন করায় ৫টি পরিবহন থেকে ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ২৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে সুনামগঞ্জ জেলার একদল পুলিশ ফোর্স সক্রিয় সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে শব্দ দূষণ বিরোধী ও হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে সচেতনতামূলক স্টিকার সাঁটানো হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান অব্যাহত থাকবে বলে জানাগেছে।