জার্মানভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইএসএইচআর-এ (ওহঃবৎহধঃরড়হধষ ঝড়পরবঃু ভড়ৎ ঐঁসধহ জরমযঃং) ‘ন্যাশনাল এসোসিয়েট এন্ড কান্ট্রি রিপ্রেজেনটেটিভ’ - বাংলাদেশ' পদে নিয়োগ পেয়েছেন হাসান হামিদ। সংস্থাটির সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস কে. স্বাক্ষরিত চিঠিতে তা জানানো হয়। আইএসএইচআর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের পরামর্শক এবং জাতিসংঘের পাবলিক ইনফরমেশন ডিপার্টমেন্ট-এর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে। আইএসএইচআর প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের এপ্রিলে জার্মানির ফ্রাঙ্কফুর্ট-এ। বর্তমানে বিশ্বের ৩৮টি দেশে এর অফিস রয়েছে। বিশ্বব্যাপী সংস্থাটি মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালনা ও গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। আইএসএইচআর বিশ্বব্যাপী মানবাধিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আইএসএইচআর-এ নিয়োগ পাওয়া হাসান হামিদ বাংলাদেশের তরুণ কথাসাহিত্যিক ও গবেষক। তাঁর জন্ম ১৯৮৮ সালের ২৪ অক্টোবর সুনামগঞ্জ জেলার আবিদনগর গ্রামে। পড়াশোনা করেছেন তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট এমসি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানবাধিকার বিষয়ক গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখেন। গত এক দশকে সাম্প্রতিক ইস্যু নিয়ে শুধু জাতীয় দৈনিকেই তিনশোর বেশি লেখা প্রকাশিত হয়েছে তাঁর। বাংলাদেশের বাইরে হাসান হামিদের লেখা বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের আর্টিকেল প্ল্যানেট, ফিলিপাইনের জেওডি এবং বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের জার্নালে। তাঁর প্রকাশিত বই নাঙ্গেলি, গোলাপি মাছ, চেহেল সেতুন, দাগাল, কালো অক্ষরের ক্লোরোফিল, অজ্র আলোর পেরেক এবং জলছাপ অন্তরজলে। - সংবাদ বিজ্ঞপ্তি