
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের এসএসসি ৭৩ ব্যাচের ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে নতুন সাইকেল উপহার পেল দুই মেধাবী শিক্ষার্থী। শিক্ষার্থীদের একজনের বাড়ি তাহিরপুর, অন্যজন সদর উপজেলার। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে শনিবার দুপুরে শিক্ষার্থীদের হাতে এই নতুন সাইকেল তুলে দেওয়া হয়। এই দুই শিক্ষার্থীর একজন কলেজে, অন্যজন মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। তাদের যাতায়াতের সুবিধার জন্য এই দুটি সাইকেল উপহার দেওয়া হয়।
সাইকেল প্রদানকালে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের এসএসসি ৭৩ ব্যাচের আজিজ আহমদ বাপ্পু, সৈয়দ সেলিম আহমদ, শামীমুজ্জামান শাহেদ, নেছার আলী, মিজানুর রহমান হিলু ও আবদুল আজিজ পাঠান, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি সুখেন্দু সেন, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, সহসাধারণ স¤পাদক অ্যাডভোকেট এ আর জুয়েল, সমাজকর্মী মো. আরিফুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।