
‘কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব - ২০২৫’ এর ২য় ও ৩য় পর্বের লটারির ড্র গত ৮ এবং ২১ এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত লটারিতে ৪র্থ পুরস্কার হিসাবে একটি স্মার্টফোন বিজয়ী বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), কলকলিয়া শাখার গ্রাহক মো. মিরাজুল, ৫ম পুরস্কার হিসেবে ট্রলি ব্যাগ বিজয়ী দিরাই শাখার গ্রাহক ডায়না সরদার, ৭ম পুরস্কার হিসাবে রিচার্জেবল ফ্যান বিজয়ী রাণীগঞ্জ বাজার শাখার গ্রাহক আফিয়া বেগম এবং ১০ম পুরস্কার হিসাবে প্রেসার কুকার বিজয়ী হন ছাতক শাখার গ্রাহক আবু সহিদ। এরই অংশ হিসেবে ২১ এপ্রিল, ২২ এপ্রিল, ২৩ এপ্রিল এবং ৫ মে যথাক্রমে বিকেবি, ছাতক শাখা, কলকলিয়া শাখা, দিরাই শাখা ও রাণীগঞ্জ বাজার শাখার পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিকেবি, সিলেট বিভাগের মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকেবি, সিলেট বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম, সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শাখার শাখা ব্যবস্থাপকগণ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমানতকারী এবং ঋণগ্রহীতাদের নিয়ে গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকদের কৃষি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এনে পুরস্কার জিতার পাশাপাশি ব্যাংকের অন্যান্য সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়। -সংবাদ বিজ্ঞপ্তি