
মানব সভ্যতার ইতিহাস যুদ্ধ আর রক্তপাতের দীর্ঘ ও নির্মম চিত্র তুলে ধরে। প্রতিটি যুদ্ধ কেবল বিজয় বা পরাজয়ের কাহিনী নয়, বরং লাখো প্রাণের আর্তনাদ, চোখের জল, ধ্বংসস্তূপ আর নিঃশেষিত ভবিষ্যতের গল্প। আধুনিক সভ্যতা আজ অনেক দূর এগিয়েছে, কিন্তু যুদ্ধের আগুন এখনো পৃথিবীর নানা প্রান্তে জ্বলছে। তাই আজ সমগ্র মানবজাতির একটাই দাবি- যুদ্ধ নয়, শান্তি চাই।
আমরা বিশ্বাস করি, যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান নয়। এটি ধ্বংস আনে, ব্যথা দেয়, প্রজন্মের পর প্রজন্মকে করে তোলে ক্ষত-বিক্ষত। যেখানে যুদ্ধ থামে, সেখান থেকেই শুরু হয় দীর্ঘ পুনর্গঠনের যন্ত্রণা। অথচ একটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব। ইতিহাস সাক্ষ্য দেয়, শান্তির পথে হাঁটলে টিকে থাকে সভ্যতা, আর যুদ্ধের পথে ধ্বংস অনিবার্য।
বিশ্বে যত উন্নয়ন, বিজ্ঞান, সংস্কৃতি ও মানবিক অগ্রগতি - সবকিছুর মূলেই রয়েছে শান্তিপূর্ণ পরিবেশ। যুদ্ধ এ অগ্রগতিকে থামিয়ে দেয়, মানুষকে পশ্চাৎপদ করে। আজকের শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আমাদের এখনই যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
রাষ্ট্রনায়ক থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী থেকে শিল্পী - সবার একসঙ্গে উচ্চারণ করা উচিত এই বাক্যটি: যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা একে অপরকে সহ্য করব, শ্রদ্ধা করব, একসঙ্গে টিকে থাকার পথ খুঁজব। শান্তিই আমাদের শক্তি, শান্তিই আমাদের আশ্রয়।