
স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলাধীন মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সোমবার সকাল ১১টায় তিনি শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পাঠদান করান। পরে তিনি দবিরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ স¤পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস।