
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থবছরের সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শান্তিগঞ্জ উপজেলায় বালক/বালিকাদের (অনূর্ধ্ব-১৪) মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বানী চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন।
উক্ত প্রশিক্ষণে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান হতে ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়। বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়কে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ দেয়া হবে। - সংবাদ বিজ্ঞপ্তি