
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে ধানের জমি থেকে আব্দুস সাত্তার (৬৫) নামে কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার পলাশ ইউনিয়নের উত্তর কেজাউড়া গ্রামের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুস সাত্তার উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোণা গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেসুর রহমান জানান, ধান ক্ষেতে একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী বিশ্বম্ভরপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওসি মোখলেছুর রহমান আরো জানান, কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। তবে গত ৪ তারিখ তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। তার দুটি পরিবার রয়েছে প্রথম পরিবারের বড় ছেলেরা কেজাউড়া গ্রামে বসবাস করে। দ্বিতীয় পরিবার ছাতারকোণা থাকেন। নিহত কৃষক চোখে কম দেখতেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।