
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামে আম গাছ থেকে পড়ে গিয়ে বুধবার সকালে রাহুল মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক আমিরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামের কিশোর রাহুল মিয়া বুধবার সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাড়ির সামনের সড়ক সংলগ্ন আম গাছে উঠে। এক পর্যায়ে সে আম গাছের মগ ডাল থেকে আম পাড়তে গিয়ে নিচে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে। পরে এলাকার লোকজন ওই কিশোরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত ডাক্তার আওলাদ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ও সেলবরষ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এই কিশোরের মৃত্যু নিয়ে তার পরিবারের সদস্যদের তারও কোনো অভিযোগ নেই।