
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা পূর্ববাজার সংলগ্ন মাঠে নিবন্ধিত ১০০জন দরিদ্র ও হতদরিদ্র শিশুর প্রত্যেকের মধ্যে বিনামূল্যে একটি করে পানির ট্যাংক, মগ ও দুটি করে সাবান বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এই আয়োজন করে।
উল্লেখ্য,উপজেলার সেলবরষ, ধর্মপাশা সদর ও জয়শ্রী এই তিনটি ইউনিয়নের নিবন্ধিত চার হাজার ১০০জন দরিদ্র ও হতদরিদ্রর শিশুর মধ্যে এসব বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ধর্মপাশা কার্যালয়ের আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক সুমন রুরাম বুধবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংস্থার সমাজ উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ মাংসাংয়ের সঞ্চালনে অন্যদের মধ্যো বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের ব্যবস্থাপক সমল মানকিন, স্পন্সরশীপ কর্মকর্তা সুমন খুবি, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, সাংবাদিক সেলিম আহমেদ, এনামুল হক, মহি উদ্দিন আরিফ প্রমুখ।