বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবক গ্রেফতার

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৯:২১:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৯:২১:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে দায়েরকৃত মামলায় মো. নুরুল মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে শহরের পূর্ব সুলতানপুরের মো. আবিদ আলীর ছেলে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে এজহারনামীয় আসামি হিসেবে শুক্রবার (৯ মে) রাতে শহরের সদর হাসপাতাল পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, গত ৪ আগস্টে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় আসামি নুরুল মিয়া। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে হাসপাতাল পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়েছে। সে বর্তমানে কারাগারে রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com