
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে দায়েরকৃত মামলায় মো. নুরুল মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে শহরের পূর্ব সুলতানপুরের মো. আবিদ আলীর ছেলে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে এজহারনামীয় আসামি হিসেবে শুক্রবার (৯ মে) রাতে শহরের সদর হাসপাতাল পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, গত ৪ আগস্টে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় আসামি নুরুল মিয়া। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে হাসপাতাল পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়েছে। সে বর্তমানে কারাগারে রয়েছে।