জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ

আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১২:২৭:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:২৭:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলা জয়কলস ইউনিয়নের সদরপুরে হাওরে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়াগেছে। সম্প্রতি শান্তিগঞ্জ থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেছেন উপজেলার ডুংরিয়া গ্রামের বর্গাচাষি দিলবার হোসেন। ভুক্তভোগী কৃষক জানান, সদরপুর গ্রামের মৃত আব্দুননূর এর খরিদা ও রেকর্ডিয় সূত্রে মালিকানা জমি দীর্ঘদিন ধরে বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন তিনি। উক্ত ভূমি নিয়ে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নানের সাথে জমির মালিকপক্ষের বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে গত ৬ মে বিকেলে হারভেস্টার মেশিনের সাহায্যে জোরপূর্বক জমির পাকা ধান কেটে নিয়ে যান আব্দুল হান্নানের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে মারধোর ও প্রাণনাশের হুমকি দেন হান্নানের লোকেরা। এসময় প্রায় ৯০ হাজার টাকার ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক। এই ঘটনায় কৃষক দিলবার সদরপুর গ্রামের আব্দুল হান্নান, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে শান্তিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ন্যায় বিচার চেয়ে কৃষক দিলবার বলেন, আমি দীর্ঘদিন ধরে এই জমি দেখভালের পাশাপাশি বর্গা নিয়ে চাষাবাদ করছি। জমির মূল মালিক দেশের বাহিরে থাকেন। জমির মালিক পক্ষের সাথে আব্দুল হান্নানের মধ্যে বিরোধ থাকলেও আদালতের রায় তাঁর বিপক্ষে। অথচ সে কিছু ভাড়াটিয়া লোক এনে জোরপূর্বক আমার জমির ধান কেটে নিয়ে গেছে। আমি বাধা দিলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি আইনের কাছে ন্যায়বিচার চাই। ধান কেটে নেয়ার বিষয়ে জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগটি অস্বীকার করেন। তবে অপর অভিযুক্ত আব্দুল হান্নান বলেন, আমি ধান কেটে নিয়েছি কি না সেটি থানায় গিয়ে বলবো। আপনাকে কেনো বলবো। এমনটা বলে ফোনকল কেটে দেন। এরপর আবারও কল দিলে তিনি রেগে গিয়ে বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, ধান কেটের নেয়ার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com