
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়ন কৃষক লীগের সাধারণ স¤পাদক এস এম ওয়ারেস ফকির (৪৪)কে সোমবার বিকেল তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি উপজেলার রাজাপুর গ্রামে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে এ উপজেলায় ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে গত বছরের ৮ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ স¤পাদক এস.এম ওয়ারেস ফকিরকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।