শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন : দুইজনের কারাদন্ড, নৌকা ও বালু জব্দ

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৭:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৭:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে তিন মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বালু ভর্তি নৌকাও জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নাছির মিয়া (২৬) ও রুবেল মিয়া (২৩)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেম জানান, স্থানীয়রা দুইজনকে বালু উত্তোলনের সময় নৌকাসহ আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে তিন মাস করে কারাদ- দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি বালু ভর্তি নৌকা জব্দ করা হয়েছে, যা পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থাপনায় নেওয়া হবে। শান্তিপুর নদীর পার্শ্ববর্তী বাসিন্দারা জানান, এ ধরনের অভিযানে জব্দকৃত বালু ও নৌকা তালিকাভুক্ত না করার ফলে আগেও কয়েকবার জব্দকৃত বাল্কহেড ও নৌকা গায়েব হয়ে গেছে। এতে একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বালুখেকোদের দৌরাত্ম্য বাড়ছে। তারা জব্দকৃত সম্পদের দ্রুত নিলাম ও তালিকাভুক্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ইউএনও আবুল হাসেম বলেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলন রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জব্দকৃত বালু ও নৌকা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com