মরাচেলা নদী থেকে বালু উত্তোলন : তিন জনকে কারাদন্ড

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৩:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৩:১৬ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। এ সময় নদী থেকে উত্তোলিত বিপুল পরিমাণ বালুও জব্দ করা হয়। সোমবার (৭ জুলাই) বিকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহের নেতৃত্বে নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা ও শ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনাইত্যা গ্রামের হুশিয়ার আলীর ছেলে শাহানুর আলীকে ৩০ দিনের কারাদ- এবং একই গ্রামের উস্তার আলীর ছেলে আশিক আলীকে ও শ্রীপুর গ্রামের আব্দুর নূর বতুর ছেলে লালন আহমেদ রাজুকে ৭ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এ সময় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক উপস্থিত ছিলেন। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ জানান, অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদে অভিযান চালিয়ে তিনজনকে আটক ও নদী থেকে উত্তোলিত বালু জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও নদী ভাঙন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com