জগন্নাথপুরে গাছের চারা ও বীজ বিতরণ

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৪:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৪৪:৩২ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা ও বীজ বিতরণ করা হয়েছে। ৭ জুলাই সোমবার কৃষি অফিস প্রাঙ্গণে গাছের চারা ও বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, তপন চন্দ্র শীল সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, ২০২৪/২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা উপকারভোগী কৃষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল-মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হাইব্রিড মরিচ বীজ, গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি বীজ এবং কাঠাল, নিম, নারিকেল, তাল, আম, জাম ও বেল জাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com