
বিশেষ প্রতিনিধি ::
ছাতক পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী পুকুরটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দখল-দূষণে পুকুরটির অবস্থা মৃতপ্রায়। বর্তমানে পুকুরে পর্যাপ্ত পানি থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে ময়লা-আবর্জনা, আগাছা ও দুর্গন্ধে পরিবেশ দূষণের উৎসে পরিণত হয়েছে এটি।
পুকুরের পানিতে জমে থাকা আগাছার মধ্যে বিষধর সাপের উপদ্রব বাড়ায় স্থানীয়দের প্রাণনাশের আশঙ্কা করছেন অনেকে। এছাড়া ছাতক পৌর এলাকায় পানির স্তর ৩০ ফুট নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট তীব্র হয়ে উঠেছে। ফলে এই পুকুরটি সংরক্ষণ করে পানির একটি উৎস হিসেবে ব্যবহারের দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
সম্প্রতি তাহির প্লাজার ব্যবসায়ী আব্দুল মুকিতসহ কয়েকজন ব্যবসায়ী পৌর প্রশাসক বরাবর লিখিতভাবে আবেদন করেছেন পুকুরটি পরিষ্কার করে দৃষ্টিনন্দন রূপে গড়ে তোলার জন্য। ব্যবসায়ীদের ভাষ্য, একদিকে পরিবেশ সংরক্ষণ, অন্যদিকে শহরের সৌন্দর্য বৃদ্ধিতে এই পুকুরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষ খেয়াল না করায় ৫৩ শতক ভূমির উপর এ পুকুরটির পূর্ব দিকে বেদখল হয়ে পড়েছে। অচিরেই পুকুরের বিষয়ে ব্যবস্থা না নিলে একসময় পুরো পুকুরটাই বেদখলের আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া শহরে আগুন লাগলে দমকল বাহিনী পানি সংগ্রহ করতে হলে এ পুকুরই ভরসা।
এ ব্যাপারে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, পুকুর পরিষ্কার বা রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যালয়ে কোন তহবিল নেই। তবে পৌর কর্তৃপক্ষ উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করবো।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, স্কুল থেকে আমার বরাবর লিখিত আবেদন বা প্রস্তাব করলে আমি ব্যবস্থা গ্রহণ করতে পারি।
এদিকে, স্থানীয় সচেতনমহলের দাবি, পুকুরটি দ্রুত পরিষ্কার করে সংরক্ষণ ও উন্নয়ন না করলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি শহরের ঐতিহ্য হারিয়ে যাবে। তাই বিষয়টি দ্রুত গুরুত্বসহকারে দেখার আহ্বান জানিয়েছেন তারা।