৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:২৭:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:২৭:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। ৬ দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অশোক কুমার দাস। সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান সাদিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কান্তি চৌধুরী, জেলা শাখার প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম সোহেল, শহীদুল কবীর চৌধুরী, দিবাকর সরকার, মো. মুজাহিদ মিয়া, পরিমল তালুকদার, মো. আমিরুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. আমিরুল হক, মইনুল ইসলাম, সঞ্জীব চৌধুরী, রাখু চৌধুরী, নূরুল আমিন, দেবরাজ পুরকায়স্থ, মো. গোলাম কাওসার, হুমায়ুন কবির, মো. জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। আমাদের যৌক্তিক দাবি বারবার উপেক্ষা করা হচ্ছে। তারা আরও বলেন, শিক্ষাগত যোগ্যতা ¯œাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করাসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না করা হলে পরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘদিন ধরে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের ন্যায্য দাবি এখনো বাস্তবায়ন হয়নি। এতে করে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তারা পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আরো বলেন, আমরা এ কর্মবিরতি পালনের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি ও আবেদন দিয়ে আমাদের দাবি ও কর্মসূচির বিষয়ে অবগত করেছি। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হয়, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রাখা হবে। স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারীদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদান, ১৪তম গ্রেড বাস্তবায়ন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা এবং স্বাস্থ্য সহকারীদের অবদান মূল্যায়নের ভিত্তিতে নীতিগত স্বীকৃতি প্রদান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com