
দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াই টার দিকে সিলেট শহরের সুবিদবাজারের লন্ডনী রোডের একটি বাসা থেকে পুলিশ তাকে আটক করে।
জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, প্রদীপ রায়কে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে।
এদিকে, বুধবার বিকাল পাঁচটায় গ্রেপ্তারকৃত প্রদীপ রায়কে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে হাজির করলে, আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও সাবেক সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার অত্যন্ত আস্থা ভাজন হিসেবে পরিচিত প্রদীপ রায় গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার ভাই বিশ্বজিৎ রায় দিরাই পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হন।
এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলাপকালে তারা জানান, দাপুটে রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের আস্থাভাজন হওয়ায় তার এলাকায় একক আধিপত্য ছিল, খোদ আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ তার আচরণে নাখোশ ছিলেন। প্রশাসন ও রাজনীতি একাই সামাল দিতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারিতে দিরাইয়ের জারুলিয়া জলমহাল নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হন। ওই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হলেও চার্জশিটে তিনি অব্যাহতি পান। ২০২১ সালে ভাটিপাড়া জলমহাল নিয়ে সংঘর্ষের মামলায়ও তার নাম রয়েছে।