
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে রবিবার (১৩জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এই সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হক, এস এম রহমত, নূরুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, সদস্য কাজী মাজহারুল হক, আফসার আলম চন্দন পীর, ইকবাল হোসেন মন্টু, মজিবুর রহমান মজুমদার, আফজাল হোসেন স্বপন, মাহবুবুল আলম হাদিছ প্রমুখ। এ উপজেলার ছয়টি ইউনিয়নে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদে ৬০জন ও যুগ্ম আহ্বায়ক পদে ১২৭জনের সিভি জমা পড়ে। দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে ১১সদস্য বিশিষ্ট বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।