
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে ফয়জুল হক (৩২) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে খালে ফেলে গেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় (বড়ময়দান) গ্রামের হাতিরভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়জুল হকের পরিবারের সঙ্গে একই গ্রামের কমরু মিয়ার পুত্র আনর মিয়া, ইসলাম উদ্দিন ও সিরাজ মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েক মাস আগে ওই বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষের হুমকির মুখে ফয়জুল হক ও তার পরিবার গ্রাম ছাড়তে বাধ্য হয়।
শনিবার বিকেলে দীর্ঘদিন পর বাড়িতে ফিরেন ফয়জুল হক। ওইদিন মাগরিবের নামাজের পর বাজার থেকে বাড়ি ফেরার পথে ফয়জুল হককে হাতিরভাঙা এলাকায় ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা তাকে খালের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।
আহতের ভাই আবুল হোসেন বলেন, “কমরু মিয়ার ছেলেরা আমাদের পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। বাড়িতে ঢুকতে দেয়নি, বাইরে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। শনিবার ভাই বাড়িতে ফিরলে তারা সুযোগ বুঝে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।”
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”