তাহিরপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫০:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫০:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার পূর্ব বাজারেঅগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আগুন লাগার খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আশপাশের অন্যান্য দোকান রক্ষা পেয়েছে। তবে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপু আখঞ্জি জানান, তার দোকানে থাকা গাড়ি ওয়াশ মেশিন, মসলা ভাঙার যন্ত্রপাতি ও বিভিন্ন ধরনের স্টিলের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ী রুবেল মিয়া জানান, তার দোকানে থাকা চারটি মোটরসাইকেলসহ বিভিন্ন মেশিনারিজ সামগ্রী আগুনে পুড়ে যায়, যার আর্থিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। এছাড়া খোরশেদ আলম নামে আরেক দোকানির বাঁশের তৈরি সামগ্রী, টিন ও বৈদ্যুতিক মিটারের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তাহিরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ জানান, অগ্নিকান্ডে বাজারের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com